টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি


টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছে বাংলাদেশ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে নেওয়ার পালা। তবে সিরিজটি বগল দাবা করাটা যে সহজ হবে না সেটা অনুমেয়। কারণ ক্যারিবীয় দলে যে রয়েছে টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। তিনি ওয়ানডে খেললেও তেমন একটা ভূমিকা রাখতে পারেননি।  টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে। সেন্ট কিটসে আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লডারহিলে ৫ ও ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।  --------------------------------------------------------
আরও পড়ুন : টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সৌম্য ও মুস্তাফিজ
 -------------------------------------------------------- টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ হারে ২-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। আর এতে করে নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
তারিখ                     ম্যাচ                     ভেন্যু                     বাংলাদেশ সময়

১ আগস্ট, ২০১৮    প্রথম টি-টোয়েন্টি     সেন্ট কিটস    সকাল সাড়ে ৬টা

৫ আগস্ট, ২০১৮    দ্বিতীয় টি-টোয়েন্টি    লডারহিলে     সকাল ৬টা

৬ আগস্ট, ২০১৮    তৃতীয় টি-টোয়েন্টি     লডারহিলে     সকাল ৬টা

Post a Comment

0 Comments