ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তাবায়নের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। চলতি সপ্তাহেই অপারেটরদেরকে চিঠি দিয়ে নতুন এই হার কার্যকর করতে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসির সংশ্লিষ্ট দফতর।
বর্তমানে একই অপারেটরে কথা বলা বা অননেটের সর্বনিম্ন দর ২৫ পয়সা এবং অফনেট বা অন্য অপারেটরে কথা বলার জন্যে সর্বনিম্ন ৬০ পয়সা নির্ধারণ করা আছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, অভিন্ন কলরেট নির্ধারণের ফলে গ্রাহক স্বস্তি পাবে।
তবে সর্বনিম্ন খরচ একটু বেশি হয়ে গেছে আর সে কারণে মোবাইল ফোন ব্যবহারের গ্রাহকের সামগ্রিক খরচ আগের চেয়ে বাড়তে পারে যা অপারেটরদের আয় বাড়াতে সাহায্য করবে বলে মনে করছে বিটিআরসি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
তারা বলছেন, আগে ২৫ পয়সা সর্বনিম্ন রেট থাকলেও অননেটের জন্যে গড় কল খরচ ছিল ৪৯ পয়সা। আর দেশের মোট ভয়েস কলের সিংহভাগই অননেটের কল ছিল। আবার অফনেটে ৬০ পয়সা সর্বনিন্ম হলেও অপারেটররা গড়ে চার্জ করতো ৯১ পয়সা।
এখন দুটি মিলিয়ে ৪৫ পয়সা করা হলেও গ্রাহককে এর চেয়ে অনেক বেশি গুনতে হবে বলেও মনে করছেন তারা।
দেশে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি সেবা চালু হলে অননেট ও অফনেটের আলাদা কলরেট বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করতে পারে সেই আশংকা দূর করতেই অভিন্ন কলরেট করা হচ্ছে বলে
0 Comments