হিগুয়াইনকে দিবালার শুভকামনা


ইউভেন্তুস ছেড়ে এসি মিলানে যোগ দেওয়া গনসালো হিগুয়াইনকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন স্বদেশি পাওলো দিবালা।

ইউভেন্তুস থেকে ধারে এক বছরের জন্য এসি মিলানে যোগ দেন গনসালো হিগুয়াইন। বৃহস্পতিবার দু-পক্ষই নিজেদের বিবৃতিতে দল-বদলের বিষয়টি নিশ্চিত করে। সংবাদ মাধ্যমে খবর, হিগুয়াইনকে পেতে এক কোটি ৮০ লাখ ইউরো খরচ হয় মিলানের।

২০১৬ সালের জুলাইয়ে নাপোলি থেকে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর দুই মৌসুম সাফল্যের সঙ্গে কাটান হিগুয়াইন। পুরোটা সময় আক্রমণভাগে তার সতীর্থ ছিলেন দিবালা।

এক টুইটে দিবালা লিখেন, “শুভ কামনা ভাই। জয়, গোল আর শিরোপার বছরগুলো ভাগাভাগি করে নেওয়াটা খুবই চমৎকার ছিল!”

সেরি আতে গত দুই মৌসুমে এই দুজনে মিলে করেন ৭৩ গোল। দুইবারই শিরোপা জেতে ইউভেন্তুস।

Post a Comment

0 Comments