টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০১৬ সালে অগাস্টে এই অস্ট্রেলিয়ানকে ১২ হাজার ডলার মাসিক বেতনে নিয়োগ দিয়েছিল বাফুফে। একই বেতনে আরও এক বছরের জন্য তার থেকে যাওয়ার বিষয়টি বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভা শেষে গণমাধ্যমকে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
“বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির চুক্তি আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। চুক্তি শর্তাবলী আগের মতোই থাকছে।”
কোচদের প্রশিক্ষণ, নতুন ফুটবলার তুলে আনা, তৃণমূল পর্যায় থেকে ফুটবলার সংগ্রহ থেকে শুরু করে ফুটবলের সার্বিক উন্নয়নের কৌশল নির্ধারণের জন্যই মূলত স্মলিকে নিয়োগ দিয়েছিল বাফুফে। কিন্তু এই অস্ট্রেলিয়ানের অধীনে গত দুই বছরে তেমন কোনো উন্নয়ন দেখেনি ফুটবলপ্রেমীরা; এ মুহূর্তে দলও আছে ফিফার র্যাঙ্কিংয়ে ১৯৪তম স্থানে!
নির্বাহী কমিটির সভায় আগামী ১ অক্টোবরে ছয়টি দেশ নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মুর্শেদী।
“এবারের বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ছয় জাতির টুর্নামেন্ট হবে। স্বত্ব বিক্রি করা হয়েছে কে স্পোর্টসের কাছে। তারা প্রাইজমানিসহ টুর্নামেন্টের সব ব্যয় বহনের পাশাপাশি বাফুফেকে এক কোটি টাকা দিবে।”
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কোচ কামাল বাবুর নিষেধাজ্ঞা কমিয়ে দিয়েছে বাফুফে। গত ফেব্রুয়ারিতে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে মাঠে ঢুকে পড়ে এক বছরের নিষেধাজ্ঞা ও এক লাখ টাকা জরিমানার শাস্তি পেয়েছিলেন তিনি। সাত মাস নিষিদ্ধ থাকার পর এখন তিনি ফুটবলে ফিরতে পারবেন।
0 Comments