কাল `অপয়া` মাঠে নামছে ব্রাজিল!


স্পোর্টস ডেস্ক: কাল `অপয়া` মাঠে নামছে ব্রাজিল! কাল থেকে আবারও শুরু হচ্ছে ফুটবলের শেষ পর্যায়ের আসর। দ্বিতীয় রাউন্ডের জমজমাট লড়াই শেষে কাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ। গত ২দিন ছিল বড় যুদ্ধে যাওয়ার জন্য শেষ বিশ্রাম।

আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে-ফ্রান্স। দিনের দ্বিতীয় ম্যাচে নামবে ব্রাজিল-বেলজিয়াম।

ফ্রান্সের খেলা নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা কাজ না করলেও ব্রাজিলের ম্যাচের জন্য চারিদিকে বেশ চাপা উত্তেজনা কাজ করছে সবার মাঝে। উত্তেজনা কাজ করার পিছনে একটি কারণ অবশ্য রয়েছে। অপয়া মাঠ। অবাক হলেও সত্যি রাশিয়ার কাজান স্টেডিয়ামকে অপায়া মাঠ হিসেবে বলা হচ্ছে। এই মাঠেই জার্মানি দুর্বল দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে।

দ্বিতীয় আঘাত আসে আর্জেন্টিনার ওপর। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা যাচ্ছেতাই খেলে। কিন্তু কাজান স্টেডিয়ামে দুর্দান্ত খেলেও আর্জেন্টিনাকে হারতে হয়েছে ফ্রান্সের কাছে। দুটি শক্তিশালী দল হেরে যাওয়ার কারণে কাল ব্রাজিলের ম্যাচ নিয়ে অনেকেই শঙ্কিত। ব্রাজিলের পায়ে বিঁধে যাবে না তো এই কাজানের বিষাক্ত কাঁটা!

Post a Comment

0 Comments