প্রাইভেট কার এবং বাইক দুইটার ড্রাইভিং লাইসেন্স একসাথে করতে খরচ হয় মাত্র ৩০৬০ টাকা কিন্তু দেখা যায় মাত্র একটা লাইসেন্স করতে গেলেও প্রায় ৮ থেকে ১০ হাজার টাকার একটা বাজট করে ফেলতে হয়। সরকারি অফিসগুলোতে ঘুষ ছাড়া কার্য উদ্ধার করা অনেকটাই কঠিন। আর সেটা যদি হয় বি,আর,টি,এ থেকে ড্রাইভিং লাইসেন্স করা, তাহলে তো কোন কথাই নাই। আমার একটা জিদ ছিল, যে আমি এক টাকাও ঘুষ না দিয়ে লাইসেন্স করবো। যদিও একটু কষ্ট হয়েছে, , কিন্তু আমি পেরেছি। আমাদের সবার ধারণা যে ঘুষ ছাড়া লাইসেন্স করা সম্ভব না, কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল। তার উপর আপনি যত টাকাই ঘুষ দেন না কেন আপনি কাকে দিবেন? সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ আমার বড় ভাই নিজে টাকা দিয়েও ফেল করেছিল। পরের বার নিজেই একটু প্রিপারেসন নিয়ে পরিক্ষা দিয়ে সহজেই পাশ করে গেছে। কিন্তু মাত্র কয়েক দিন একটু প্রিপারেসন নিলে খুব সহজেই এক টাকাও ঘুষ ছাড়া আপনি লাইসেন্সটি করতে পারবেন। আমি লাইসেন্স করার পর ভেবেছিলাম আমার অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করি যাতে করে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি, অন্য কেউ যেন সেই সমস্যার সম্মুখীন না হয়। তাই আমি “ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স” শিরোনামে একটা লেখা লিখেছিলাম। যেটা এখনো গুগলে সার্চ করলে প্রথম পেইজেই চলে আসবে। কিন্তু সেই লেখাটির কিছু ব্যাপারে অনেকের কাছেই কনফিউজিং ছিল। যার কারণে আমি একটা ভিডিও বানানোর পরিকল্পনা করেছিলাম যেখানে কিভাবে কোন ধরণের দালাল বা ঘুষ ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা যেতে পারে, তার পুর্ণ বিবরণ থাকবে। অবশেষে গত এক মাসের কষ্ট কিছুটা হলেও সার্থক হয়েছে। বি,আর,টি,এ তাদের ওয়েব সাইট আপডেট করার কারণে পুরণো কোন লিংক এখন আর কাজ করে না, তাই একটু ঝামেলাই হয়েছে প্রয়োজনীয় লিংক খুজে পেতে। সাথে প্রাকটিকাল পরিক্ষাটা কিভাবে দিতে হয় সেই ভিডিওটাও বি,আর,টি,এ গিয়ে নিজেই করতে হয়েছে। যারা লাইসেন্স করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করবেন, সেক্ষেত্রে "How to get Driving License in Bd" ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করি এটা দেখার পর লাইসেন্স তৈরি সংক্রান্ত সকল বিষয়ের পূর্ন তথ্য পেয়ে যাবেন। "How to get Driving License in Bd" ভিডিওটা দেখে যদি একজন ব্যাক্তিও উপকৃত হয়, তাহলে মনে করো ভিডিওটা বানানো সার্থক হয়েছে। প্রয়োজনীয় প্রশ্ন এবং ফর্মের ডাউনলোড লিংক- 1. লিখিত পরিক্ষার জন্য নির্ধারিত প্রশ্ন এবং উত্তর ছোট প্রশ্ন - http://zipansion.com/2oiGm নৈর্বত্তিক প্রশ্ন- http://zipansion.com/2oika 2. ট্রাফিক সাইন (ভাইভার জন্য) link 1- http://zipansion.com/2omif Link 2- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%... (যে কোন একটি লিংক থেকে পড়লেই হবে। প্রথমটাতে ছবি আকারে দেওয়া আছে) 3. ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম http://zipansion.com/2omRa 4. লার্ণার কার্ড আবেদন ফর্ম http://zipansion.com/2omcE 5. লিখিত পরিক্ষার প্রশ্নের নমুনা http://zipansion.com/2omfz Anupom Kumar
0 Comments