Shadhin Mastercard Card | Freelancer Card | স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড | Bank Asia | A to Z


Shadhin Mastercard Card | Freelancer Card | স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড | Bank Asia | A to Z স্বাধীন (Shadhin Card) মাষ্টারকার্ড link http://www.bankasia-bd.com/home/shadh... স্বাধীন কার্ডটি পেতে হলে কি কি প্রয়োজন হবে? কার্ড টি পেতে প্রথমেই আপনাকে ব্যাংক এশিয়ার নিকটস্থ কোনো ব্রাঞ্চের কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে। এরপর: * ০২কপি পাসপোর্ট সাইজের ছবি * ন্যাশনাল আইডি কার্ড (অরিজিনাল কপি এবং ১টা ফটোকপি) পাসপোর্ট * চার্জ ৫০০টাকা (ভ্যাট ৭৫টাকা) মোট ৫৭৫টাকা। এগুলো নিয়ে ব্যাংক এশিয়ার আপনার কাছের কোনো ব্রাঞ্চে চলে যান। বাকি কাজ কার্ড ডিভিশনে দায়িত্বে থাকা অফিসার ই আপনাকে করে দিবে। স্বাধীন কার্ডটিতে কি কি সুবিধা পাওয়া যাবে? ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন। এখানে একটা ব্যাপার উল্লেখ করা যায় যে আপনি ফরেন কারেন্সীতে কোনো লেনদেন করতে চাইলে প্রথমে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক এবং সেটা ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে তারপর ই আপনি “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন এর আগে না। মাস্টারকার্ড লোগো সম্বলিত যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা অর্থ এই কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন। আপনার আয়কৃত অর্থের ৭০% আপনি ফরেন পার্টে খরচ করতে পারবেন। যেমন- আপনি ফাইভারে কাজ করেন। সেখান থেকে আপনার আয় ১০০ ডলার। আপনি এই ১০০ডলার ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড এর মাধ্যমে বাংলাদেশে আনলেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৭০ডলার USD পার্টে খরচ করতে পারবেন একং ৩০ডলার সমমূল্যের টাকা ১ ডলার = ৮০টাকা হিসেব করলে ২৪০০টাকা। যদিও এখন ডলার রেট ৮৩-৮৫টাকা) বাংলাদেশ থেকে তুলতে পারবেন। তবে আপনি চাইলে পুরো টাকাই বাংলাদেশ থেকে তুলতে পারবেন। এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। কিন্ত USD কারেন্সী থেকে কেনাকাট করলে তা আযকৃত অর্থের ৭০% এর বেশি করা যাবে না। সব ধরনের ATM মেশিন থেকে টাকা উত্তোলন করা যাবে। দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট দেয়া যাবে। ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক) কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা এবং সিকিউরি এনশিওর করবে। টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে SMS এলার্ট আসবো মেবাইলে। ইন্টারনের ব্যাংকিং সুবিধা। ২৪ঘন্টা কল সেন্টার সার্ভিস। Thank you so much for watching this video. Please don't forget to thumbs up, give your feedback and share it with your friends and family. Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for EDUCATIONAL purpose only. Please Subscribe to my channel » https://www.youtube.com/RealTechMaster - it’s free - you don’t miss any future video RealTech Master Helpline Number is Created for The Subscribers ( Contact Us ) https://goo.gl/FWwCQS See you soon. Take care, Mahafuj Alam Social - Facebook: https://www.facebook.com/RealTechMast... Facebook Group: https://www.facebook.com/groups/RealT... Twitter: https://twitter.com/mahafuj360 Instagram: https://www.instagram.com/mahafuj360 G+ : https://plus.google.com/+RealTechMaster tag Shadhin Card,Freelancer Card,Shadhin Mastercard Card,Bank Asia,dual currency card,freelancer debit card fees,shadhin card fees,debit card charge,bank asia debit card charge,bank asia bd,স্বাধীন কার্ড,স্বাধীন মাস্টারকার্ড,ডুয়েল কারেন্সি কার্ড,চার্জ,charge,Schedule of Fees & Charges,Fees & Charges,limit,RealTech Master,Freelancer Card bd,Bank Asia Limited

Post a Comment

0 Comments